জৈব নিরাপত্তার নিয়ম ও নীতিমালা। ১১ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জৈব নিরাপত্তার নিয়ম ও নীতিমালা। ১১ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

জৈব নিরাপত্তার নিয়ম ও নীতিমালা। ১১ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।
জৈব নিরাপত্তার নিয়ম ও নীতিমালা। ১১ম অধ্যায় । Biotechnology and Genetic Engineering ( অনার্স ৪র্থ বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)।

১১অধ্যায়:- জৈব নিরাপত্তার নিয়ম ও নীতিমালা

ক বিভাগ

০১. জীব নিরাপত্তা (Biosafety) বলতে কী বুঝ?

অথবা, Biosafety guideline কী?

উত্তর: Biotechnology-র ক্ষতিকর প্রভাবে হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে প্রণীত নীতিমালাকে জীবনিরাপত্তা বা Biosafety guideline বলে।

০২. জাতীয় জীবনিরাপত্তা কমিটিরি কাজ কী?

উত্তর: জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত কোনো পণ্যের ব্যবহারে নিরাপত্তা বিধান করা।

০৩. PMF কী? 

উত্তর: Probability Mass Function.

০৪. জীব নিরাপত্তা পদ্ধতি বলতে কী বুঝ? 

উত্তর: কোনো দেশের জৈব প্রযুক্তি ও জৈব প্রযুক্তিজাত দ্রব্যের গবেষণা, প্রয়োগ ও ব্যবহারের পথ সহজতর এবং পরিবেশের সুরক্ষা এবং ভারসাম্য রক্ষার জন্য যে সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যপদ্ধতি গ্রহণ করা হয় তাকে জীব নিরাপত্তা বা পদ্ধতি বলে।

০৫. পেটেন্ট বলতে কী বুঝ?

উত্তর: পেটেন্ট হচ্ছে একটি একচোটিয় অধিকার। কোনো কিছু উদ্ভাবনের জন্য এটি অনুমোদন করা হয়।

০৬. IPR-এর পূর্ণরূপ কী?

উত্তর: IPR-এর পূর্ণরূপ হলো- Intellectual Property Rights.

০৭. NBF-এর পূর্ণরূপ লিখ।

উত্তর: NBF-এর পূর্ণরূপ হলো- National Biosafety Framework.

০৮. WIPO-এর পূর্ণরূপ লিখ। 

উত্তর: WIPO-এর পূর্ণরূপ হলো- World Intellectual Property Organization.

০৯. MTA-এর পূর্ণরূপ কী?

উত্তর: MTA-এর পূর্ণরূপ হলো- Material Transfer Agreement.

১০. ট্রেডমার্ক কী? 

উত্তর: কোনো পণ্যের বিস্তারিত পরিচিত জানার জন্য যে কোড বা মার্ক ব্যবহার করা হয় তাকে ট্রেড মার্ক বলে।

১১. Irangiable Property কী?

উত্তর: যেগুলো মালিকানা দেশের প্রচলিত আইন দ্বারা সংরক্ষণ করা যায়, তাদেরকে Irangiable Property বলে।

১২. গ্রন্থস্বত্ব বলতে কী বুঝ?

অথবা, Copyright কী? 

উত্তর: যেকোনো বই, পণ্য, তথ্য, গবেষণা পত্র ইত্যাদি নকলের হাত থেকে বা চুরির হাত থেকে রক্ষার জন্য লেখক বা মালিক নিজ নামে যে স্বত্বাধিকার আইনের আওতায় স্বত্বাধিকার নেয় তাকে Copy right বা গ্রন্থস্বত্ব বলে।

১৩. GATT কী? 

উত্তর: GATT হলো আসলে কিছু নিয়মকানুন সম্বলিত একটি বহুপাক্ষিক চুক্তি। GATT-এর পূর্ণরূপ হলো- General Agreement on Trade and Traiff. বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক অর্থনৈতিক তহবিল (IMF)-এর পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে GATT-এ গঠিত হয়।

 

খ বিভাগ 

০১. জীবনিরাপত্তা নির্দেশিকার উদ্দেশ্য কী? 

অথবা, জীবনিরাপত্তার উল্লেখযোগ্য নির্দেশনাগুলো লিখ।

অথবা, জৈব নিরাপত্তার উল্লেখযোগ্য নির্দেশনাগুলো উল্লেখ কর।

অথবা, জীব নিরাপত্তার প্রধান নির্দেশনাগুলো কী কী?

 

গ-বিভাগ

০১. নিচের সংস্থাগুলোর গঠন ও কাজ উল্লেখ কর। 

(1) WIPO, (2) GATT

০২. জীবনিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশের করণীয় কী? 

অথবা, বাংলাদেশের প্রেক্ষিতে Biosafety Guideline-এর বিভিন্ন দিক বর্ণনা কর।

০৩. IPR. কী? IPPR এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ০৪. বৃদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায়সমূহ বর্ণনা কর।

০৫. টীকা লেখ: (উ: ৫২০ পৃষ্ঠার ১১.০৭ নং

(1) Biosafety Guideline.

Biosafety guideline এর উদ্দেশ্য লেখ।

অথবা, জীব নিরাপত্তার উদ্দেশ্য কী?

(i) IPR (Intellectual Property Right.)

Read More: 10th chpater