পানি শোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পানি শোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

পানি শোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
পানি শোষণ।২য় অধ্যায় ।Plant Physiology and Plant Nutrition ( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০২ পানি শোষণ (Absorption of Water).

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

 

০১. মূলজ চাপ কী?

উত্তর: মূলের বিপাকীয় ক্রিয়ার ফলে জাইলেমের ট্রাকিয়াতে যে চাপের সৃষ্টি হয় তাকে মূলজ চাপ বলে।

০২. মাটিস্থ কোন ধরনের পানি উদ্ভিদ কর্তৃক শোষিত হয়? 

উত্তর: মাটিস্থ কৈশিক পানি এবং কণাশোষিত পানি উদ্ভিদ কর্তৃক শোষিত হয়।

০৩. সক্রিয় পানি পরিশোষণ বলতে কী বুঝ? 

উত্তর: পানি পানি শোষণের যে প্রক্রিয়ায় মেটাবলিক বা বিপাকীয় শক্তির প্রয়োজন হয়, তাকে সক্রিয় পানি পরিশোষণ বলে।

০৪. ডোনান সাম্যাবস্থা কি? 

উত্তর: ডোনান সাম্যাবস্থা হলো নিষ্ক্রিয় আয়ন পরিশোষণের একটি মতবাদ।

০৫- প্রোটন মোটিভ ফোর্স কি? 

উত্তর: আয়ন পরিশোষণের সময়, যে ফোর্স বা শক্তির প্রয়োজন হয় তাকে প্রোটন মোটিভ ফোর্স বলা হয়।

০৬'-অ্যানায়ন শ্বসন' বলতে কি বুঝ? 

উত্তর: আয়ন শোষণ প্রক্রিয়ায় ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে আয়ন শোষিত হলে তাকে অ্যানায়ন শ্বসন বলে। এটি লুন্ডিগার্ড-এর একটি মতবাদ। 

০৭. দুটি শ্বসনিক বিষের নাম লিখ।

উত্তর: পটাসিয়াম সায়ানাইড (KCN) এবং সাইক্লোহেক্সামাইড (CHM)

০৮. পানির পরিশোষণের সক্রিয় প্রক্রিয়াটিকে কয় ভাগে ভাগ করা হয় ও কী কী?

উত্তর: দুই ভাগে। যথা- (i) অভিস্রবণীয় প্রক্রিয়া এবং (ii) অ-অভিস্রবণীয় প্রক্রিয়া।

০৯-কৈশিক পানি কী? 

উত্তর: মাটির কণার কৌশিকত্বের প্রভাবে যে পানি তার ফাঁকে ফাঁকে সঞ্চিত থাকে তাকে কৈশিক পানি বলে।

১০. উদ্ভিদে কোষরস পরিশোষণের প্রক্রিয়াগুলো কী কী?

উত্তর: উদ্ভিদে কোষরস পরিশোষণের মতবাদগুলো হলো: ১. জৈবনিক মতবাদ; ২. মূলজচাপ মতবাদ এবং ৩. ভৌত মতবাদ।

১১-কোষরস পরিশোষণের স্পন্দন মতবাদের প্রবক্তা কে?

উত্তর: স্যার জগদীশ চন্দ্র বসু স্পন্দন মতবাদের প্রবক্তা।

 ১২-কোষরস পরিশোষণের জৈবিক মতবাদের প্রবক্তা কে?

উত্তর: কোষরস পরিশোষণের জৈবিক মতবাদের প্রবক্তা হলেন গডলিক্সি।

১৩-মূলচাপ রসকে কত ফুট উপরে উঠাতে পারে না? 

উত্তর: ৬০ ৭০ ফুট।

 ১৪-কোবরস পরিশোষণের ভৌত মতবাদগুলো কী কী?

উত্তর: ১. কৌশিক শক্তি মতবাদ, ২. ইমবাইবিশন শক্তি মতবাদ এবং ৩. সংশক্তি ও আসঞ্জন মতবাদ।

 ১৫-উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ লবণ কয়টি?

উত্তর: উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ লবণ ১৬টি।

 ১৬. রিডক্স পাম্প অনুকল্পের প্রবক্তা কে?

উত্তর: Conway (1951) এ অনুকল্পের প্রবক্তা।

 ১৭-টারজিডিটি বা রসস্ফীতি কাকে বলে? 

উত্তর: এন্ডোসমোসিস প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত বা ফুলে ওঠার অবস্থাকে টারজিডিটি বা রসস্ফীতি বলে।

 ১৮.সংশক্তি মতবাদ কী

 উত্তর: একই পদার্থের অণুর মধ্যে আকর্ষণ সম্পর্কিত

মতবাদকে সংশক্তি মতবাদ বলে।

১৯-এ্যানায়ন কী? 

উত্তর: অধাতুসমূহ তাদের সর্বশেষ শক্তিস্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে যে আয়নে পরিণত হয় তাকে এ্যানায়ন বলে।

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

০১. সক্রিয় ও নিষ্ক্রিয় পানি পরিশোষণ বলতে কী বোঝ? 

০২-পানিকে "ফ্লুইড অব লাইফ” বলা হয় কেন? 

 ০৩-পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণের মধ্যে পার্থক্য লিখ।

০৪-সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য লেখ। 

০৫-শ্বসনিক কোশেন্ট কি? দাসনিক কোশেন্ট (R.) নির্ণয় কর।(ক) কার্বোহাইড্রেট, (খ) ফ্যাট, (গ) জৈব অ্যাসিড এবং (গ) রসালো উদ্ভিদ।

০৬-শ্বসনের ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও।

০৭-উদ্ভিদের পানি পরিশোষণ সংক্রান্ত বাহ্যিক প্রভাবকসমূহের বর্ণনা দাও।

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):

 

০১-মূলরোম কর্তৃক পানি পরিশোষণের মতবাদসমূহ চিত্রসহ বর্ণনা কর। 

০২. পানি পরিশোষণের কৌশল বর্ণনা কর।

০৩. উপযুক্ত চিত্র সহকারে মূলের পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পানির চলাচল বর্ণনা কর। 

০৪.উদ্ভিদের রস উত্তোলন সম্পর্কিত আধুনিক মতবাদের ব্যাখ্যা কর। 

০৫-উদ্ভিদের রস উত্তোলনের সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদটি আলোচনা কর। 

টীকা লিখ:

(ক) এডহেশন ও কোহেশন মতবাদ;

(খ) নিষ্ক্রিয় পানি পরিশোষণ ও

(গ) সংশক্তি মতবাদ। 

Read more:1st chapter