বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)
বায়ু পরাগরেণুবিদ্যা।৪র্থ অধ্যায় ।Gymnosperm Palaeobotany and Palynology( অনার্স ৩য়বর্ষ উদ্ভিদবিজ্ঞান সাজেশন)

অধ্যায় ০৪ বায়ু পরাগরেণুবিদ্যা

(বায়ুবিদ্যা)

 

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions): 

 

০১. বায়ু পরাগরেণুবিদ্যা (Aeropalynology) কি? 

উত্তর: যেসব পরাগরেণু ভাসমান অবস্থায় বাতাস থেকে সংগ্রহ করে তাদের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় তাকে বায়ু পরাগরেণুবিদ্যা (Aeropalynology) বলে। ০০ 

০২. বায়ু পরাগ বিজ্ঞানের সাথে বিজ্ঞানের কোন কোন শাখা সম্পৃক্ত?

উত্তর: পরিবেশ বিজ্ঞান, জীব-রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, প্রত্নবিজ্ঞান ও জীবপ্রযুক্তি প্রভৃতি।

০৩-বাতাস যে জীবাণুর বাহক সেটা কে প্রমাণ করেন?

 উত্তর: লুই পাস্তুর ১৮৬১ সালে।

০৪. বাতাসে পরাগ ভেসে থাকার নিয়ামকগুলো কি কি?

উত্তর: পরাগের বাহ্যিক বৈশিষ্ট্য, পরিবেশগত বায়ু চরিত্র, ০ তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ও বায়ুর চলন, বায়ুর গতিবেগ ও প্রবাহের দিক প্রভৃতি।

 ০৫- বায়ু বাহিত পরাগ সংগ্রহের পদ্ধতিগুলো কি?

উত্তর: (i) মধ্যাকর্ষণ স্লাইড পদ্ধতি,

(ii) গ্রেগরি স্যাম্পার পদ্ধতি ও

(iii) ব্রু কার্ড স্যাম্পার পদ্ধতি।

০৬-পরাগ পঞ্জিকা কিভাবে তৈরি করা হয়?

উত্তর: স্বল্প সময়ের ব্যবধান ও সারাদিনের নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করে মাস তথা বছর শেষে বা কয়েক বছরের উপাত্ত মিলিয়ে স্থানীয়ভাবে পরাগ পঞ্জিকা তৈরি করা হয়। 

০৭-Aeropalynology গবেষণার সাথে কার ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান? 

উত্তর: Palaeoecology র।

০৮-Aeropalynology কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়?

উত্তর: কৃষি সম্পর্কিত, পরিবেশ সম্পর্কিত ও চিকিৎসা সম্পর্কিত।

০৯-বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে কোন রোগের সৃষ্টি হয়? 

উত্তর: বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে এলার্জি রোগের সৃষ্টি হয়।

১০. এলার্জি কি?

উত্তর: এলার্জি এক প্রকার রোগ যা বিভিন্ন পরাগরেণুর সাহায্যে হয়ে থাকে।

 ১১. এলার্জি ঘটিত কয়েকটি রোগের নাম লিখ। 

উত্তর: হে-জ্বর, আর্টিকারিয়া, একজিমা, অ্যাজমা ইত্যাদি।

 ১২. এলার্জি উৎপাদনকারী কয়েকটি উদ্ভিদের নাম লিখ।

উত্তর: Oak, Pine, Juniper, Birch, Mapk, Colton wood ইত্যাদি।

১৩-পরাগ এলার্জি কী? 

উত্তর: পরাগ এলার্জি, যা খড় জ্বর নামেও পরিচিত, এটি পরাগের প্রতি একটি সাধারণ অ্যালার্জির প্রতিক্রিয়া, এটি একটি সূক্ষ্ম পাউডার যা গাছপালা নিজেদের নিষিক্ত করার জন্য তৈরি করে।

 

খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions):

 

০১.চিকিৎসা ক্ষেত্রে কিভাবে বায়ু পরাগের বিশ্লেষণ করা হয়।

০২-পরাগ এলার্জি সম্পর্কে লিখ। 

০৩-বায়ু দূষণে পরাগরেণুর ভূমিকা সংক্ষেপে লেখ। 

৪-পরাগরেণুর অঙ্গ সংস্থানিক ও জীবকৌলিক চরিত্র বর্ণনা কর। 

০৫-বায়ুতে পরাগরেণু ভেসে থাকার মূলনীতিগুলো লিখ। 

 

গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি (Board Questions):

 

০১- বায়ু পরাগের বিস্তারণের দূরত্ব ও আবহাওয়া সম্পর্কে আলোচনা কর।

০২-বায়ু পরাগরেণু বিজ্ঞান কি? এর মূলনীতিসমূহ আলোচনা কর। 

০৩-বায়ু পরাগরেণু বিজ্ঞানের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে লিখ। 

০৪-বায়ু পরাগবিদ্যাক কী?

০৫-পরাগ উৎপাদন ক্ষমতা?

০৬-বায়ু পরাগের বিস্তারণ?

Read more:3rd chapter