সাইটোলজি ও সাইটোজেনেটিক্স প্রশ্ন ব্যাংক ও (Cytology and Cytogenetics suggestion)
পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম :Cytology and Cytogenetics; কোর্স কোড : ২৩৩০১১
সময় : ৪ ঘন্টা পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ:
ক)- কোষতত্ত্ব কী ?
খ) গ্রানা কী ?
গ) সেক্স – ক্রোমোজোম কী ?
ঘ) ক্যারিওটাইপ কী?
ঙ) হিস্টোন কী ?
চ) সাইটোজেনেটিক্স এর সংজ্ঞা দাত্ত?
ছ) পজিশন ত্রফেক্ট কী?
জ) ইনভার্শন কী?
ঝ) ট্রাইজোমিক কী?
ঞ)PPLO এর পুরো নাম লিখ?
ট) ফসফোলিপিড কী/
ঠ)পলিপ্লয়েডি কাকে বলে?
খ- বিভাগ:
২– একটি নিউক্লিয়জোমের গঠন বর্ণনা কর?
৩. মাইটোসিসের এনাফেজ ও মায়োসিসের এনাফেজ-১ এর মধ্যে পার্থক্য লিখ?
৪. ডুপ্লিকেশনের ভাঙা-গড়া সেতুচক্র বর্ণনা কর?
৫. – প্যারাসেন্ট্রিক ইনভার্শনকে ক্রসিং-ওভার দমনকারী বলা হয় কেন?
৬. টার্নার সিনড্রোম কী? এর লক্ষনগুলো বর্ণনা কর?.
৭. ডুপ্লিকেশন কী? বিভিন্ন প্রকার ডুপ্লিকেশন নিয়ে আলোচনা করে?
৮. ভাঙ্গন- জোড়া সেতুচক্র বর্ণনা কর?
৯. সেলিভারি গ্ল্যান্ড ক্রোমোজোম পাঁবাহুবিশিষ্ট ব্যাখ্যা কর?
গ-বিভাগ:
৯. ক) – মাইট্রোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউজ বলা হয় ?
খ) – মাইট্রোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউজ বলা হয় ?
১০. টীকা লিখ:
ক) কোষ প্রাচীরের কাজ লিখ ?
খ) ডাউনি সিনড্রোম
১১. ক) ডিলেশনকে কীভাবে কোষতাত্বিকভাবে শনাক্ত করা যায়?
খ) ট্রান্সলোকেশনের প্রকারভেদ আলোচনা কর?
১২. – ট্রান্সলোকেশন হেটারোজাইগোট হলে জাইগোটিন ও প্যাকাইটিন পর্যায়ে মিয়োটিক আচরণ চিত্রসহ বর্ণনা কর?
১৩. ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের ক্ষেত্রে ৫০% গ্যামেট বন্ধ্যা হয় কেন?
১৪. মিওসিস কোষ বিভাজনের প্রফেজ-১ এর উপাদানগুলো চিত্রসহ বর্ণনা কর?
১৫. হেক্সাপ্লয়েড –গম কীভাবে উৎপত্তি হয়েছে তা বর্ণনা কর?
১৬. মিত্তসিস- কোষ বিভাজনের প্রোফেজ -১ এর উপদশাগু্লো চিত্রসহ বর্ণনা কর?
১৭. ক) সিনেপটিনেমাল কমপ্লেক্স সংক্ষেপে বর্ণনা কর?
খ) জিনোম সংখ্যার উপর ভিত্তি করে পলিপ্লয়েডির শ্রেণিবিন্যাস কর?
পরীক্ষা-২০১৯
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম :Cytology and Cytogenetics; কোর্স কোড : ২৩৩০১১
সময় : ৪ ঘন্টা পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ:
ক) সাইটোলজির জনক কাকে বলা হয় ?
খ) একটি সরলতম আদিকোষি জীবের নাম লিখ?
গ) মিডল ল্যামেলা কী?
ঘ) – বালবিয়ানী রিং বলতে কী বুঝ?
ঙ) মিয়োসিসের কোন ধাপে ক্রসিংওভার সম্পন্ন হয়?
চ) ক্রোমোজোমাল অ্যাবরেশন কী?
ছ) রেসিপ্রোক্যাল কী?
জ) কি ব্যবহার করে পলিপ্লয়েডি উৎপাদন করা হয়?
ঝ) মানব সাইটোজেনেটিক্স কী?
খ-বিভাগ:
২. কোষতত্ত্ব বলতে কী বুঝ?
৩. একটি আদিকোষের চিত্র অঙ্কন কর?
৪. কোষ প্রাচীরের কাজ লিখ ?
৫. মিয়োসিসের গুরুত্ব আলোচনা কর?
৬. ডিলেশনের ফিনোটাইপিক এবং জেনেটিক প্রভাব বর্ণনা কর?
৭. ডিলেশন ও ডুপ্লিকেশনের মধ্যে পার্থক্য লিখ?
৮.হিস্টেন ও নন-হিস্টোন প্রোটিনের মধ্যে পার্থক্য লিখ?
৯. শস্য উন্নয়নে এবং নতুন প্রজাতির উৎপত্তি ওবিবর্তনে পলিপ্লয়ডির ভূমিকা আলোচনা কর?
গ-বিভাগ:
১০.ক) কোষ পর্দার কাজ লিখ?
খ) চিহ্নিত চিত্রসহ ফ্লুইড মোজাইক মডেল আলোচনা কর ?
১১.. মাইটোটিক কোষ বিভাজনের ধাপগুলো চিত্রসহ বর্ণনা কর?
১২. চিত্রসহ ক্রোমোজোমের গঠনগত অ্যাবরেশনের শ্রেণিবিন্যাস কর?
১৩. ক) “এ – ক্রোমোজোম ও বি” – ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লিখ?
খ) ল্যাম্প ব্রাশ ক্রোমোজোমের সচিত্র বর্ণনা দাও?
১৪. মনোজোমিক, নালিজোমিক এবং ট্রাইজোমিক এর উৎপত্তি ব্যাখ্যা কর?
১৫.ক) ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা কর?
খ) চিত্রসহ মাইটোকন্ড্রিয়নের সূক্ষ্ণ গঠন আলোচনা কর?
১৬. রেসিপ্রোক্যাল ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের মিয়োসিস-১ এ ক্রোমোজোমের বিভিন্ন রকম অরিয়েন্টেশন ও কনফিগারেশন বর্ণনা কর?
১৭. ক) সাইটোজেনেটিক্স এর পরিসর বর্ণনা কর?
খ) ইনভার্সন এর প্রকারভেদ বর্ণনা কর?
পরীক্ষা-২০১৮
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম :Cytology and Cytogenetics; কোর্স কোড : ২৩৩০১১
সময় : ৪ ঘন্টা পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ:
ক) ফসফোলিপিড কী ?
খ) মেটাকাইনেসিস কী?
গ) কোয়ান্টোসোম কী?
ঘ) – ক্রোমাটিড ব্রিজ কী?
ঙ) সেক্স – ক্রোমোজোম কী ?
চ) হিস্টোন কী ?
ছ) ক্যারিওকাইনেসিস কী?
জ) কোষ-চক্র কী?
ঝ) ক্রোমোজোমাল অ্যাবরেশন কী?
ঞ) পজিশন ত্রফেক্ট কী?
ট) ইনভার্শন কী?
ঠ)প্লাজমোডেসমাটা কী?
খ-বিভাগ:
২. আদিকোষ ও প্রকৃত কোষের জেনেটিক বস্তুর মধ্যে পার্থক্য লিখ?
৩. ডুপ্লিকেশন কী? বিভিন্ন প্রকার ডুপ্লিকেশন ব্যাখ্যা কর?
৪. “সব জীবকোষই সেল , কিন্তু সব সেল জীবকোষ নয়” – ব্যাখ্যা কর?
৫. স্যালিভারী গ্ল্যান্ড ক্রোমোজোম পাঁচ বাহুবিশিষ্ট ব্যাখ্যা কর?
৬. “অ্যাস্ফিডিপ্লয়েড “ এর উপর একটি টীকা লিখ?
৭. একটি নিউক্লিওসোমের গঠন বর্ণনা কর?
৮. ক্রোমোজমের সংকেতসহ মনোসোমিক, নালিসোমিক ,ট্রাইসোমিক ও টেট্রাসোমিকের সংজ্ঞা লিখ?
৯. ”সেতু- ভাঙা-গড়া-সেতু” সেতুচক্র বর্ণনা কর?
গ-বিভাগ:
১০.মিত্তসিস কোষ বিভাজনের প্রোফেজ-১ এর উপধাপগুলো চিত্রসহ বর্ণনা কর?
১১.. বিভিন্ন ধরণের প্লাস্টিডের সূক্ষ্ণ গঠন চিত্রসহ বর্ণনা কর?
১২. ক) ক্রোমোসোমের ভৌত গঠন বর্ণনা কর?
খ) সেন্ট্রোমিয়ারের অবস্হানের উপর ভিত্তি করে প্রকৃত ক্রোমোজোমের শ্রেণিবিন্যাস কর?
১৩.ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য ও গুরুত্ব বর্ণনা কর?
১৪.. প্যারাসেন্ট্রিক ইনভার্শনের হেটারোজাইগোটের মিওসিস বিভাজনকালে ইনভার্শনের লুপের মধ্যে যেকোনো দুটি নন- সিস্টার ক্রোমাটিডের মধ্যে একটি ক্রস হলে , তার পরিণতি চিত্রসহ বর্ণনা কর?
১৫. – ট্রান্সলোকেশন হেটারোজাইগোটের ক্ষেত্রে ৫০% গ্যামেট বন্ধ্যা হয় কেন ? চিত্রসহ বর্ণনা কর?
১৬. – ডাউন’স সিনড্রোম ও টার্নার’স সিনড্রোমের কারণ ও উপসর্গ বর্ণনা কর?
১৭. – হেক্সাপ্লয়েড –গম কীভাবে উৎপত্তি হয়েছে তা বর্ণনা কর?
এই সাইটোলজি ও সাইটোজেনেটিক্স প্রশ্ন ব্যাংক (Cytology and Cytogenetics suggestion) ছাড়াও আরো ক্লিক করুনঃ